লক্ষ্মীপুর প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এতে মাইক্রোবাসের চালককে একমাত্র আসামি করা হয়েছে।
৮ আগস্ট শুক্রবার রাতে বেগমগঞ্জ থানায় নিহতদের স্বজন ও ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই চালক এনায়েত পলাতক রয়েছে।
মামলার আসামি এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির ফয়েজ আহমেদের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনকে নিয়ে তার স্বজনরা লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নে গ্রামের বাড়িতে ফিরছিলেন। একপর্যায়ে ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। এসময় দুর্ঘটনায় বেঁচে যান প্রবাসী বাহার উদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন। তাদের অভিযোগ, চালকের ঘুমের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবী লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)।
বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, সাতজন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসের চালককে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available