আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ শনিবার আঙ্কারায় পার্লামেন্ট ভবনে এক জমকালো অনুষ্ঠানে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন তিনি।
এরদোয়ানের শপথগ্রহণের পর আজ আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে এক জমকালো অনুষ্ঠান হবে। সেখানে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানসহ মোট ৭৮টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
এ ছাড়া আজই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন এরদোয়ান। তুরস্কের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা করাই এই মন্ত্রিসভার প্রধান কাজ হবে বলে জানিয়েছে আলজাজিরা।
এর আগে গত ১৪ মে তুরস্কে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। ফলে ভোট দ্বিতীয় দফায় গড়ায়। ২৮ মে ঐতিহাসিক দ্বিতীয় দফার নির্বাচনে ৫২ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ৬৯ বছর বয়সী এরদোয়ান।
এরদোয়ান ২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর তার আগে তিনি ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available