৩ ট্রেনের সংঘর্ষের ঘটনায় উদ্ধারকাজ শেষ করেছেন উদ্ধারকর্মীরা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশায় ৩ ট্রেনের সংঘর্ষের ঘটনায় উদ্ধারকাজ শেষ হয়েছে। হিন্দুস্তান টাইমস বরাতে জানা যায়, উদ্ধারকাজ শেষ হওয়ার পরে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ করছে কর্তৃপক্ষ ।
২ জুন শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ২ টি যাত্রীবাহী ও ১ টি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০০ জন নিহত এবং প্রায় ৯০০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের মুখপাত্র রঞ্জন সেন।
জানা যায়, শুক্রবার বিকেলে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় বালেশ্বরের পাশে বাহানগা বাজারের কাছে ট্রেনটির ১০টি বগি লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিতে ধাক্কা দেয়। এতে সুপারফাস্ট এক্সপ্রেসের চারটি বগিও লাইনচ্যুত হয়। এ দুই ট্রেনের সংঘর্ষের মধ্যে অন্য আরেকটি মালবাহী ট্রেন এসে পড়লে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশার বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে গেছেন।
এ দুর্ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির রেলপথ মন্ত্রী অশ্বিনি বৈষ্ণ। তিনি জানান, দুর্ঘটনার কারণ বের করতে রেলওয়ে নিরাপত্তা বিভাগের কমিশনারকে প্রধান করে তদন্ত কমিটি করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available