• ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ দুপুর ১২:৪৭:০২ (05-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ দুপুর ১২:৪৭:০২ (05-Jul-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

টেক্সাসে আকস্মিক বন্যায় ১৩ জন নিহত, নিখোঁজ ২০

৫ জুলাই ২০২৫ সকাল ০৯:০৭:৫৮

টেক্সাসে আকস্মিক বন্যায় ১৩ জন নিহত, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি সামার ক্যাম্পের ২০ জনের বেশি কিশোরী এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ৫ জুলাই শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, “মাত্র ৪৫ মিনিটে গুয়াডালুপ নদীর পানি ২৬ ফুট বেড়ে যায় এবং এটি বিধ্বংসী বন্যায় রূপ নেয়।”

টেক্সাস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টের কর্মকর্তারা ক্যাম্প মিস্টিকে পৌঁছেছেন। অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেকের সঙ্গেই যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে, যার মধ্যে সামার ক্যাম্পের লোকজনও রয়েছেন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিভাগ জানিয়েছে, “শিবির থেকে শিশুদের বের করে আনা শুরু হয়েছে।” তবে এখান থেকে উদ্ধার হওয়া শিশুদের মধ্যে নিখোঁজ ২০ মেয়ে আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

নিখোঁজ স্বজনদের খোঁজে স্থানীয় বাসিন্দারা সামাজিকমাধ্যমে সাহায্যের আহ্বান জানাচ্ছেন বলে টেক্সাস থেকে জানিয়েছেন বিবিসির প্রতিবেদক অ্যাঞ্জেলিকা কাসাস।

কের কাউন্টির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ওই এলাকায় কোনো বন্যা সতর্কীকরণ ব্যবস্থা নেই, যা উদ্ধার তৎপরতা কঠিন করে তুলেছে।

বন্যার কারণে টেক্সাসজুড়ে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠানের আয়োজন বাতিল করা হয়েছে।

এদিকে, ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, পশ্চিম-মধ্য টেক্সাসের কিছু অঞ্চলে আরও বন্যার আশঙ্কা রয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার রাত থেকে ৪ জুলাই দুপুর পর্যন্ত ওই অঞ্চলে বৃষ্টি হয়েছে। এতে মাটি সম্পূর্ণ ভিজে যাওয়ায় এবং নদীগুলি উপচে পড়ায় নতুন বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

সান অ্যান্টোনিও অঞ্চলে রাতভর হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণ-মধ্য টেক্সাসের ওয়েস্টার্ন লিয়ানো কাউন্টিতে ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া বিভাগ জনগণকে সতর্ক করে বলেছে, প্লাবিত রাস্তা পেলে ফিরে যেতে। নদীর পাড় ও কালভার্টগুলো অস্থিতিশীল হয়ে পড়তে পারে, যা বিপজ্জনক হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ