• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ দুপুর ০২:৩৩:০৬ (19-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ দুপুর ০২:৩৩:০৬ (19-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত

১৯ মে ২০২৫ সকাল ০৭:৪৩:৪৩

জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার দেহে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে।

স্থানীয় সময় ১৮ মে রোববার তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে জো বাইডেনের দপ্তর ক্যান্সার শনাক্ত হওয়ার ব্যাপারে বিস্তারিত জানিয়ে বলেছে, গত সপ্তাহে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে৷ তখন পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে, শুক্রবার, চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রাস্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

তবে, আশার কথা হলো, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না। সূত্র : সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফেরিতে বসে জুয়া খেলার সময় আটক ২
১৯ মে ২০২৫ সকাল ১১:৫৯:৫৫