নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলতি মে মাসে গার্মেন্টস কর্মীদের ঈদ বোনাস এবং জুনের ১ থেকে ৩ তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে।
১৯ মে সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, গার্মেন্টস কর্মীদের বোনাস মে মাসের ভেতর দিয়ে দিতে হবে। বেতন জুনের ১-৩ তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে। তবে অযৌক্তিক দাবির জন্য রাস্তাঘাট ঘেরাও করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
উপদেষ্টা আরও বলেন,ঈদ সামনে রেখে কোনো বাস-ট্রেন-নৌযান অতিরিক্ত মানুষ বহন করতে পারবে না। একই নিয়ম থাকবে পশু আনা-নেওয়ার ক্ষেত্রেও।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মানুষের নানা দাবি থাকবেই। আমরা আহ্বান করব, সব মন্ত্রণালয় যেন যৌক্তিক দাবি মেনে নেয়। তবে কেউ যেন অযৌক্তিক দাবি না করেন। আর সবাই যেন তাদের নিজেদের কমপ্লেক্সে দাবির জন্য দাঁড়ান। রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি যেন তারা না করেন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available