আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল গাজায় ভয়াবহ বোমা হামলা চালিয়ে এক দিনেই ৭ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। গত ৭ অক্টোবরের পর থেকে এটিই ছিল এক দিনে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনির মৃত্যু।
৪ ডিসেম্বর সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বিরতির পর ফিলিস্তিনিদের উপর ফের একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী।
প্রতিবেদনে গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালকের বরাত দিয়ে বলা হয়, শুক্রবার যুদ্ধবিরতি শেষে ফের ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের আশপাশের বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসরাইল।
দক্ষিণ গাজার যেসব এলাকায় হামলা চালানো হচ্ছে, সেসব এলাকায় ইসরাইলি বাহিনীর নির্দেশে গাজার উত্তর থেকে এসে ঠাঁই নিয়েছিলেন বাসিন্দারা। শনিবার রাত ও রোববার পর্যন্ত ভারী বোমা হামলার খবর পাওয়া গেছে খান ইউনিস এবং রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে। একই সঙ্গে হামলা থেমে নেই উত্তরের কিছু অংশেও।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৫ হাজার ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available