• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৩৪:৩৭ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৩৪:৩৭ (11-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

আরও ১০ ইসরাইলিসহ ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

২৯ নভেম্বর ২০২৩ সকাল ০৮:৩৮:৪৩

আরও ১০ ইসরাইলিসহ ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি বন্দি। এর বিপরীতে ১০ ইসরাইলিসহ ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।  

মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যাম আল জাজিরা ২৯ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অধীনে ইসরাইল মঙ্গলবার আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। তারা মুক্তি পাওয়াদের মধ্যে ১৫ নারী ও ১৫ শিশু রয়েছে।

অন্যদিকে হামাস আরও ১২ বন্দিকে মুক্তি দিয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) নিশ্চিত করেছে। আইসিআরসি বলেছে, তারা ১২ জন বন্দিকে মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে স্থানান্তর করার কাজে সফলভাবে সহায়তা করেছে।

মুক্তিপ্রাপ্তদের ১০ জন ইসরায়েলি ও দুইজন থাইল্যান্ডের নাগরিক এবং তারা ইসরাইলে পৌঁছেছেন।

উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরাইল। হামাস ৫০ বন্দিকে মুক্তি দেয়ার বিপরীতে ইসরাইলি কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার শর্তে এই চুক্তি হয়েছিল। সোমবার ছিল চুক্তির শেষ দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ