• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৪:৪২ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৪:৪২ (12-May-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার মাছ নিধন, সর্বস্বান্ত খামার মালিক

১১ মে ২০২৫ সকাল ১১:১৭:৫৯

পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার মাছ নিধন, সর্বস্বান্ত খামার মালিক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক খবির ভূইয়া (৩৭)।

৯ মে শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে খামার মালিক দেখতে পান, বিশাল জলাশয়ের সব মাছ পানির উপর ভেসে উঠেছে।

খবির ভূইয়া জানান, ‘আমার চারশো কানি জমিতে একটি মাছের প্রকল্প রয়েছে। দীর্ঘদিন ধরে পরিশ্রম করে এই খামার গড়ে তুলেছি। রুই, কাতল, কারফু, ঘাসকার্প, সরপুঁটি, মিরকাসহ বিভিন্ন জাতের মাছ চাষ করতাম। এক রাতেই সব শেষ হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘এই খামারই ছিল আমার একমাত্র আয়ের উৎস। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না। এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছি।’

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের ঘটনায় মৎস্য চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, এ ধরনের ঘটনা বন্ধে দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন এবং দেশের মৎস্য খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ৩
১১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৪৬