বিনোদন ডেস্ক: বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় শিল্পি পিয়ারী বেগম আর নেই। ৩০ মে মঙ্গলবার দুপুর ২টায় তিনি উত্তরার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।
জানা গেছে, মঙ্গলবার রাতে এশার নামাজের পর উত্তরায় তার জানাজা শেষে ১২ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।
পিয়ারী বেগমের স্বামীর নাম আমিনুল হক। তিনিও একজন অভিনেতা। মুখ ও মুখোশ ছবিটি ১৯৫৪ সালে নির্মিত হয়। এটি বাংলাদেশ তথা তৎকালীন পাকিস্থানের প্রথম সবাক চলচ্চিত্র। ছবিটি মুক্তি পায় ঠিক ২ বছড় পর ১৯৫৬ সালের ৩ আগস্ট। ছবিটি পরিচালনা করেন খ্যাতিমান পরিচালক আবদুল জব্বার খান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available