• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই মাঘ ১৪৩২ ভোর ০৫:৪২:০৪ (30-Jan-2026)
  • - ৩৩° সে:
আবাসিক ভবনে গুলি, অভিনেতা কমল আর খান গ্রেফতার

আবাসিক ভবনে গুলি, অভিনেতা কমল আর খান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: গুলি চালানোর অভিযোগে বলিউড অভিনেতা, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খানকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।২৩ জানুয়ারি শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ওশিওয়ারা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত ১৮ জানুয়ারি ওশিওয়ারা এলাকার একটি আবাসিক ভবনে এ ঘটনার সূত্রপাত ঘটে। ওইদিন নালন্দা সোসাইটির একটি ভবনের দিকে দুই রাউন্ড গুলি চালানো হয়। পরে ভবনটির দ্বিতীয় ও চতুর্থ তলায় দুটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় তলায় লেখক ও পরিচালক নীরজ কুমার মিশ্র এবং চতুর্থ তলায় মডেল প্রতীক বেদ বসবাস করেন।পুলিশ জানায়, ওই আবাসিক ভবন লক্ষ্য করেই গুলি চালানো হয়। তবে কেন এভাবে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। ঘটনার পর সংশ্লিষ্টদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে মুম্বাই পুলিশ কমল আর খানকে তার স্টুডিও থেকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে আরও জানা গেছে, জিজ্ঞাসাবাদে কমল আর খান গুলি চালানোর কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, ব্যবহৃত বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত এবং কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি বলেন, বন্দুক পরিষ্কারের পর সেটি পরীক্ষা করার সময় ম্যানগ্রোভ অরণ্যের দিকে গুলি চালিয়েছিলেন।কমল আর খান আরও দাবি করেন, গুলি চালানোর সময় বাতাস প্রবল থাকায় গুলিগুলো আবাসিক ভবনের দেয়ালে লেগে যায়। তবে এ ঘটনায় তার ব্যবহৃত অস্ত্রটি পুলিশ জব্দ করেছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি অসাবধানতাবশত নাকি উদ্দেশ্যপ্রণোদিত তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।