• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৫৮:৫১ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৫৮:৫১ (09-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

এনিমেল সিনেমা ছাড়ায় পরিনীতির উপর বিরক্ত অনুরাগীরা

২ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৪২:১৭

এনিমেল সিনেমা ছাড়ায় পরিনীতির উপর বিরক্ত অনুরাগীরা

বিনোদন ডেস্ক: চলতি বছর সেপ্টেম্বরে বিয়ে করেছেন বলিউড সুন্দরী পরিণীতি চোপড়া এবং ভারতীয় আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। কাজ থেকে তাই আপাদত বিরতি নিয়েছেন পরি। এখন ব্যস্ত স্বামী-সংসার নিয়ে। প্রতিদিন তাকে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করছেন স্বামীর সঙ্গে তোলা বিভিন্ন ছবি।

কিন্তু সম্প্রতি জানা গেলো পরিনীতির উপর বিরক্ত হয়েছেন তার ভক্তদের একটি অংশ।

তাদের মতে ভুল করেছেন এ অভিনেত্রী। পরিনীতির হাতে এমনিতেই ফ্লপ ছবির সংখ্যা অনেক। বলা হচ্ছে, এনিমেল দিয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারতেন, তবে সে ছবি নাকচ করে দিয়ে নিজের অনুরাগীদেরই এবার চটালেন এ গ্লামার কুইন। মুক্তির প্রথম দিনেই সুপারহিট তকমা নিয়ে প্রায় ৪০ কোটি টাকার ব্যবসা করেছে এনিমেল।

২০২১ সালে ছবিটি বানানোর ঘোষণা দেয়ার পর জানানো হয়েছিলো নায়ক রণবীরের বিপরীতে দেখা যাবে পরিকে। তবে কিছু দিন পর শোনা যায় ওই ছবি করছেন না পরিনীতি।

এদিকে পরিণীতির এমন বোকা কাণ্ডে তার ভক্ত অনুরাগীরা বেজায় চটেছেন। অবশ্য পরির  সমালোচকরা বলছে পরিণীতি এ ছবি নিজে থেকে ছাড়েননি, বরং তাকেই ছবি থেকে বাদ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
৯ মে ২০২৫ দুপুর ১২:১০:৩৬