শহীদুল্লাহ গাজী: আসন্ন বাজেটে শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। ২৭ মে শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনর মহাসচিব মো. শান্ত ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। লিখিত বক্তব্যে মো. হারুন বলেন, বিগত ২২-২৩ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা, মাধ্যমিক ও উচ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা।
তাই আসন্ন ২৩-২৪ অর্থ বছরের বাজেটে কারিগরি ও মাদরাসা ২ টি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি করা হয়।
এসময় আরও দাবি করা হয়, আসন্ন ঈদুল আযহার পূর্বে শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা প্রদান, আলিম-ফাযিল-কামিল মাদরাসায় প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হলে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, সহকারী শিক্ষকদের ৮ ম গ্রেড প্রদান, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান
ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সংগঠনের স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কেএম শামিম, মেহেদী হাসান সরকার, ফিরোজ আলম, মো. এলিন তালুকদার, সহসভাপতি মোহাম্মদ আলী, কামরুনাহার, সুরুজ্জামন, আব্দুস সাত্তার, শাহ-আলম, যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান, জসিম উদ্দীন, সালহ উদ্দীন আহম্মদ, মনিরুজ্জান, আজাহার আলী মুক্তা, কামরুজ্জামন প্রমূখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available