নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আগামীদিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে এই ৩১ দফার মাধ্যমেই দেশ পরিচালিত হবে।
৪ জুলাই শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টর বড় মসজিদের সামনে রাষ্ট্র কাঠামো সংস্কারের বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পরে বৃক্ষ রোপণ এবং উত্তরখান থানার কাচকুড়া বাজারের সামনে লিফলেট বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে ৩১ দফার লিফলেট উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের বড় মসজিদের সামনের বিভিন্ন দোকানপাটে গিয়ে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে এবং উত্তরখান থানার কাচকুড়া বাজার হতে শুরু হয়ে অত্র এলাকার হাট বাজার, দোকানপাট ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন তিনি।
৩১ দফার গুরুত্ব তুলে ধরে আফাজ উদ্দিন বলেন, ৩১ দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে। সকল দলের কথা আছে। ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের কথা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে। স্বৈরাচারের বিচারের কথা আছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি।
এসময় তিনি সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দেশে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে বানচাল করতে কিছু ষড়যন্ত্রকারী উঠে পরে লেগেছে।
এসময় আফাজ উদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এ দেশের সাধারণ মানুষ দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারে নাই। মানুষ ভোট দিতে চায়। মানুষ অধীর আগ্রহে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই নেতা বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ড. মুহাম্মদ ইউনুস এর ফলপ্রসূ বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে দেখে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাই এখন নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলগুলো প্রস্তুত রয়েছে।
তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করে বলেন, কালবিলম্ব না করে, অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। বিএনপি জোর করে রাতের অন্ধকারে ক্ষমতায় আসতে চায় না। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়।
বিএনপি বিশৃঙ্খলাকারী সংগঠন নয় উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, বিএনপি সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক একটি রাজনৈতিক দল। ভোটের জন্য এই দলটি দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের দলের বহু নেতাকর্মী জেল জুলুম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে। অনেকের সাজা হয়ে গেছে। আমাদের বহু নেতাকর্মীকে গুম খুন ও হত্যা করা হয়েছে।
বিএনপির অনেক নেতাকর্মীরা নির্যাতিত ও নিপীড়িত উল্লেখ করে তিনি বলেন, এই নির্যাতন নিপীড়ন ও জুলুম অন্যায়কে পুঁজি করে জাতীয় সাংসদের উত্তরা- ১৮ আসনে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।
সমাবেশ ও লিফলেট বিতরণ দুইটি কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা এবং উত্তরখান থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available