নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০৮ সালের অবৈধ নির্বাচনে দায়িত্বপালনকারী নিবার্চন কমিশনার, পুলিশ কর্মকর্তাসহ জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ২০০৮ সালের কারচুপির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একের পর এক জালিয়াতির নির্বাচন করে অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা ও লাখ লাখ নেতাকর্মীকে জেল জুলুম নির্র্যাতন করেছেন।
৪ জুলাই শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয়তবাদী কৃষকদল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন তিনি।
দুলু বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জী তার নিজের লেখা বইয়ে পরিষ্কার ভাবে লিখেছেন কীভাবে ২০০৮ সালের এ নির্বাচনে কারচুপি করে বিএনপিকে হারিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। তাই শুধু ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িতদের বিচার নয়, ২০০৮ সালের নির্বাচনে জড়িতদের এবং ১/১১ এর কুশীলবদের গ্রেফতার করে বিচার করতে হবে। ১/১১ এর কুশীলব ও ক্ষমতাধারীরা সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করেছিল। তার মাজা ভেঙ্গে দিয়েছিল। তাদের কারণেই আজ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাহিরে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চায়। পিআর বা সংখ্যানুপাত পদ্ধতির নির্বাচন চায় না।
স্থানীয় শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হক, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ, কৃষক দলের আহ্বায়ক হাসান আলী, সদস্য সচিব আবুহেনা মোস্তফা কামাল, ৪নং পিপুরুল ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ কৃষকদলের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available