নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ জুলাই শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠাতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরা পূর্ব থানার একটি বিশাল মিছিলের আয়োজন করে।
৪ জুলাই শুক্রবার দুপুর ২টায় এ বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উত্তরা (বিডিআর মার্কেট) কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে রাজউক কলেজের সামনে দিয়ে রাজলক্ষ্মী এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলের সময় ও স্থান নিয়ে উত্তরা পূর্ব থানার পক্ষ থেকে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
মিছিলে ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় সূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব জোনের পরিচালক জামাল উদ্দীন, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পূর্ব থানা আমির জামাতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হাসান রুবেল,উত্তরা পূর্ব থানার তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামাত ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্থানীয় নেতারা উল্লেখ করেন, আগামী ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ দেশের জন্য একটি ঐতিহাসিক ও শক্তিশালী রাজনৈতিক আয়োজন হবে এবং এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। সফল সমাবেশের জন্য সকল এলাকার মানুষের সহযোগিতা কামনা করা হয়।
উত্তরা পূর্ব থানা ও জামায়াতে ইসলামীর নেতারা আগামী কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available