• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ ভোর ০৫:২৪:০৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ ভোর ০৫:২৪:০৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামী সালমান সানি গ্রেফতার

১০ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৫:৪৬

বীরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামী সালমান সানি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত স্বপ্ন নীল গ্রুপের চেয়ারম্যান মো. সালমান সানিকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। ৯ জুন শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার সূত্রে জানা গেছে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক সন্ধ্যা ছয়টায় বীরগঞ্জ থানার এএসআই মো. হকিকুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, কনস্টেবল মো. ছবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানা পুলিশের সহযোগিতায় ওই থানার ১ নং ইউনিয়ন বুরুনিয়া পাড়িয়া গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে সালমান সানিকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, স্বপ্ননীল গ্রুপের চেয়ারম্যান মো. সালমান সানি বীরগঞ্জ পৌরশহরের টার্কি মুরগি পালন করে তিন মাসের মধ্যে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে প্রায় কোটি কোটি টাকা হাতি নেয়। তার বিরুদ্ধে ৬টি সিআর, ২টি জিআর ওয়ারেন্টভুক্ত নিয়মিত মামলা রয়েছে এবং সাজাপ্রাপ্ত আছেন ৪টি মামলায়।  

শনিবার সকালে গ্রেফতার সালমান সানিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করে বীরগঞ্জ থানা পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নোয়াখালীতে এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:২০

নওগাঁয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০১:৪৫