• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:৪১:১২ (22-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:৪১:১২ (22-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২১ জুলাই ২০২৫ সকাল ১১:০৬:৩২

নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজির বেশি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

২০ জুলাই শনিবার দুপুর ২টার দিকে  র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন গাড়ি চালক মো. ইমরান (২৩), বরিশালের কাজিরহাট উপজেলার গদিকাটা এলাকার; বাগেরহাট জেলার কচুয়া থানার মঘিয়া গ্রামের আলমগীর (২৫) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার শাহ দৌলতপুর এলাকার বাসিন্দা মাসুম (২৮)। ইমরান পিকআপের চালক, আলমগীর হেলপার এবং মাসুম মোটরসাইকেল চালক।

র‍্যাব আরও জানায়, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তারা পরস্পর যোগসাজশে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার আশপাশে এলাকায় সরবরাহ করে। ইমরান ও আলমগীর পিকআপ ভ্যানে গাঁজা বহন করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে মাসুম মোটরসাইকেল নিয়ে সামনের দিক নির্দেশনা দিচ্ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

জব্দ করা গাঁজার পরিমাণ ৩০ কেজি ৫০০ গ্রাম। জব্দ করা গাঁজা এবং গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ