নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের জন্য জরুরি রক্ত প্রয়োজন— এমন পরিস্থিতিতে হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
২১ জুলাই সোমবার বিকেলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন। এজন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্তদাতাদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
রক্তদাতাদের সহায়তার জন্য শিবিরের পক্ষ থেকে দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে—
মিকদাদ: ০১৮৯৪৩২৮৭৭৫
আরাবী: ০১৫৪০০৫৬৬৯৭
এরআগে দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশেই বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন। সাহায্যে এগিয়ে আসেন সাধারণ মানুষও।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ১৮ মিনিটে আমরা খবর পাই বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমাদের তিনটি ইউনিট কাজ করছে, আরও দুটি পথে রয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available