• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৪৫:৪৯ (22-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৪৫:৪৯ (22-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

সিএনজির সিটের নিচে ১৬ হাজার ইয়াবা

২১ জুলাই ২০২৫ সকাল ০৯:৫১:৩১

সিএনজির সিটের নিচে ১৬ হাজার ইয়াবা

রামু (ককক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু-মরিচ্যা যৌথ চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ এক সিএনজি চালকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

২০ জুলাই রবিবার দুপুর দেড়টার দিকে রামু ৩০ বিজিবির অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন মরিচ্যা হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিসহ চালক মো. মোবারক (২৩) কে আটক করা হয়েছে এবং ইয়াবা চালানকারী ও সিএনজি’র মালিক মো. জালাল পলাতক রয়েছে।

আটক মোবারক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম হলুদিয়া মরিচ্যা এলাকার রশিদ আহম্মেদ এর ছেলে ও পলাতক জলাল টেকনাফ উপজেলার ঝিমন খালী গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক বিজিবিকে জানিয়েছেন, ইয়াবাগুলো কক্সবাজারে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রবিবার দুপুর দেড় দিকে কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছলে চালকের আচরণে সন্দেহের সৃষ্টি হয়। তখন গাড়িটিতে তল্লাশি চালানো হলে গাড়ির চালকের সিটের নিচে লুকানো ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন চালক  মো. মোবারক (২৩) আটক করা হয়। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

আটক মোবারক ও পলাতক মো. জালালের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ