কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে প্যারালাইজড রোগীর চিকিৎসার নামে এক প্রতারক দুই নারীর স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে পালিয়েছে। ৪ মে রোববার সকালে উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকায় কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী রয়েছেন ওই এলাকার কামাল হোসেন। বিভিন্ন চিকিৎসা করেও তার অবস্থার উন্নতি না হওয়ায় হতাশ হয়ে পড়েছে পরিবারটি।
শনিবার বিকেলে প্রতারকচক্রের এক সদস্য, বয়স আনুমানিক ২৫, বাসা ভাড়া নেওয়ার কথা বলে কামাল হোসেনের বাড়িতে আসেন। তিনি নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে দাবি করেন, প্যারালাইজড রোগের চিকিৎসা তিনি বিনামূল্যে করবেন। এরপর রোববার সকালে চিকিৎসা শুরু করার কথা বলে তিনি নিমপাতা, শিং মাছ, সাদা কাপড়, লজ্জাবতি গাছ, তুলসী পাতা, এক গ্লাস পানি, একটি স্বর্ণের চেইন এবং দুটি নাকফুল একটি নতুন লাল কাপড়ে মুড়িয়ে একটি মোটি তৈরি করেন।
ওই কবিরাজ বলেন, যতক্ষণ না তিনি মোটি খোলার নির্দেশ দেবেন, ততক্ষণ কেউ সেটি খুললে ভয়াবহ ক্ষতি হবে, এমনকি শরীর ঝলসে যেতে পারে। এই ভয় দেখিয়ে তিনি কৌশলে মোটির ভেতর থেকে আসল স্বর্ণালঙ্কার বের করে তার জায়গায় ইমিটেশনের গহনা রেখে দেন, এরপর বাড়ির সবাইকে বোকা বানিয়ে পালিয়ে যান।
চুরি যাওয়া গহনার মধ্যে ছিল শাহনাজ বেগম ও সুবর্ণা আক্তারের একটি স্বর্ণের চেইন ও দুটি নাকফুল, যার বাজারমূল্য আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার টাকা। ঘটনা টের পাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও প্রতারকের কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের জানান, স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available