• ঢাকা
  • |
  • সোমবার ২২শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:৩১ (05-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২২শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:৩১ (05-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

৫ মে ২০২৫ বিকাল ০৪:১১:২৮

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া থেকে সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে সোমবার ভোররাতে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় অভিযান চালিয়ে জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০) হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও  ‍মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখকে আটক করে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ৪টি চাপাতি, ১টি বললাম, ৪ টি টেঁটা উদ্ধার করে সেনাবাহিনী। আটকদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা একটি ওয়ান শুটারগান ও দেশে তৈরি অস্ত্রশস্ত্রসহ তিনজন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সংক্রান্ত নড়াগাতি থানায় একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খালেদা জিয়ার জন্য ‘ফিরোজা’ প্রস্তুত
৫ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৫২:১৯