নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. জাছিজার রহমান খোকাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-২।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়।
মহানমুক্তিযুদ্ধে সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে যুদ্ধাপরাধী মোঃ জাছিজার রহমান খোকাসহ রাজাকার বাহিনীর অন্যান্য সদস্যরা গাইবান্ধা সদরে হত্যা-গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাট অগ্নিসংযোগে করে।
২০০৯ সালে খোকাসহ তার সহযোগিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ৬টি মামলা হয়। এরপর থেকে পলাতক ছিলেন জাছিজার। ২০১৯ সালে তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available