যবিপ্রবি প্রতিনিধি: সামান্য এক পশলা বৃষ্টিতেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খেলার মাঠসহ পুরো ক্যাম্পাসে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা।
২৪ সেপ্টেম্বর রোববার দেখা যায়, একাডেমিক ভবনগুলোর সামনে, ক্যাম্পাসের ভেতরের রাস্তা, ক্যাম্পাসের বাস্কেটবল গ্রাউন্ড, ২ টি একাডেমিক ভবনের বিভিন্ন ফ্লোর ও সিঁড়িতে পানি জমে আছে। ক্লাস পরীক্ষা চলমান থাকায় বৃষ্টির মধ্যে জলাবদ্ধতা উপেক্ষা করেই পানেতে ভিজে একাডেমিক ভবনে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতা এ দুই মিলে ক্যাম্পাসে চলাচলকারীরা আছেন চরম ভোগান্তিতে।
অপর্যাপ্ত ও অপরিষ্কার ড্রেনেজ সিস্টেম, রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখা এবং নিচু জমির কারণে মূলত এ সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতি বছর বর্ষ মৌসুমে এমন সমস্যা সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেই দৃশ্যমান কোন কার্যকারী পদক্ষেপ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাউয়াদ উল ইসলাম বলেন, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সামনের সড়ক পানিতে তলিয়ে যাচ্ছে। স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচতলায় পানি উঠে গেছে। ঐ একাডেমিক ভবনের বিভিন্ন ফ্লোর দিয়ে পানি পড়ছে, সিড়িগুলো পিচ্ছিল হয়ে গেছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে যবিপ্রবির প্রধান প্রকৌশলী ইঞ্জি. মো. মাহবুবুস সোবহান বলেন, কেন্দ্রীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সমস্যা হচ্ছে। সমস্যা প্রকট হলেও এখনও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বা সংস্কারে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available