• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১৫:০০ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১৫:০০ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবি শিক্ষককে মারধরের অভিযোগে মানববন্ধন

৮ জুন ২০২৩ রাত ১০:০৮:০৪

ইবি শিক্ষককে মারধরের অভিযোগে মানববন্ধন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে সোহেল মাহমুদ নামে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। এ হামলার বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। ৮ জুন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের ব্যানারে মানববন্ধন ও অবস্থান করে শিক্ষার্থীরা। পরে আলাদা বিবৃতিতে ঐ ব্যাংক কর্মকর্তার বিচার চেয়েছেন শিক্ষক সমিতি।

এর আগে, ৭ জুন বুধবার সকালে কুষ্টিয়া হাউজিং ডি ব্লক আবাসিক এলাকায় ড. মোস্তাফিজুর রহমানের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সোহেলের বিরুদ্ধে। এ সময় তাকে পরিবারসহ শহর না ছাড়লে প্রাণনাশের হুমকি দেন ঐ আলোচিত ব্যাংক কর্মকর্তা। পরে আহত অবস্থায় ড. মোস্তাফিজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী।

ভুক্তভোগী অধ্যাপক ড. মোস্তাফিজ বলেন, বাড়ি নির্মাণ সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘদিন ধরেই আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলো সোহেল। সেদিন সকালে একা পেয়ে আমার উপর হামলা চালায় সে। আমি আইনি পদক্ষেপ নিতে বিষয়টি শিক্ষক সমিতি ও প্রক্টরিয়াল বডিকে জানিয়েছি।

এদিকে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদ মারধরের ঘটনাটি অস্বীকার করে বলেন, তার সাথে আমার বিরোধ ছিলো। তিনি আমার অফিসের ডেপুটি ম্যানেজারের কাছে আমার নামে নানা অভিযোগ করেছে। কিন্তু আমি মারধরের ঘটনার সাথে জড়িত নই। তিনি আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ভুক্তভোগী শিক্ষক আমাদের জানিয়েছেন। আমরা ঐ ব্যাংক কর্মকর্তার বিচার চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২
২৬ এপ্রিল ২০২৪ রাত ০৮:৪৩:৪৮




মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
২৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩:২৭

কুড়িগ্রামে ৮ টাকার শাড়ি-লুঙ্গির হাট
২৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:২৫


ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
২৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:১৩