• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:২৩:১৭ (03-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:২৩:১৭ (03-Jul-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

৩ জুলাই ২০২৫ সকাল ০৯:৫১:০৩

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক দোয়া মাহফিল ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।

২ জুলাই বুধবার বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. উবাইদুল ইসলাম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড.আ.ব.ম. ছিদদিকুর রহমান আশ্রাফী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট সহ অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী, কর্মচারী এবং ছাত্রশিবির, ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, এই আয়োজনের মাধ্যমে তারা মাসব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার গাছ রোপণ করবেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন,আজকের এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল। ঐক্যবদ্ধভাবে প্রায় পনেরো বছরের স্বৈরশাসককে সরাতে গিয়ে আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। আজ শহীদদের জন্য দোয়া শেষে তাঁদের স্মৃতি রক্ষার্থে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকে বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষা করবে। জুলাই বিপ্লব হয়েছিল বৈষম্য দূর করে শান্তি প্রতিষ্ঠা ও ঐক্যবদ্ধ থাকার জন্য। এই গাছগুলো আমাদের শপথের সাক্ষী হয়ে থাকবে। আমরা অন্যায়কে দূরীভূত করব, সত্য প্রতিষ্ঠা করবো, ঐক্যবদ্ধ সমাজ গঠন করবো, নতুন বাংলাদেশ গড়বো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খোকসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
৩ জুলাই ২০২৫ বিকাল ০৩:৪৪:১৩