নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম বলেছেন, এখন পিআর বা আনুপাতিক হারে নির্বাচনের নামে দেশী বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে।
৩ জুন বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্যাব নারায়ণগঞ্জ জেলার আয়োজনে সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশকে ভিন্নখাতে নেয়ার জন্য আরেকটি ষড়যন্ত্র মূলক সরকার আনার জন্য অনেক রকমের ষড়যন্ত্র চলছে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমাদের আন্দোলন শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করবো। যারা ষড়যন্ত্র করছে তাদের বলতে চাই আপনারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসুন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু ইউসুফ আল খান টিপুসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available