নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রী হলে সম্প্রতি একটি তল্লাশি চালানো হয়েছে পুরুষ স্টাফদের মাধ্যমে। এ ঘটনায় হলে অবস্থানরত ছাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
১ জুলাই মঙ্গলবার সন্ধ্যার পর অভিযানের সময় এই ঘটনা ঘটে।
জানা গেছে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই নারী স্টাফদের পাশাপাশি পুরুষ স্টাফ দিয়ে এই অভিযান পরিচালিত হয়, যা ব্যক্তিগত গোপনীয়তা এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন তুলেছে। অভিযানের সময় কিছু কক্ষ তল্লাশি করা হয় এবং ছাত্রীরা অভিযোগ করেছেন, তাদের অনুমতি ছাড়াই কক্ষ খুলে প্রবেশ করা হয়।
বিষয়টি নিয়ে হলে থাকা একাধিক ছাত্রী জানিয়েছেন, ‘আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। আমরা ওড়না পরারও সুযোগ পাইনি, এটা খুবই লজ্জাজনক এবং ভীতিকর ছিল।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, ‘আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, হুট করে নক না করেই ম্যাম ও মহিলা স্টাফের সাথে দুজন পুরুষ স্টাফও রুমে ঢুকে পড়েন। আমরা খুবই অপ্রস্তুত অবস্থায় ছিলাম, নক না করে পুরুষ স্টাফেরা রুমে আসার ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত?’
অন্য আরেক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চেকিংয়ের সময় ম্যামদের পাশাপাশি অফিসের ছেলে যেগুলা থাকে ওরা, ডাইনিংয়ের মামা, এমনকি কয়েকজন স্যার পর্যন্ত রুমে ঢুকে গেছে। আমি নিজে পর্দা মেনে চলার চেষ্টা করি। আমি একদম অপ্রস্তুত ছিলাম, এটা কি রকমের সভ্য কাজ!’
এই বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, “হলে মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে পুরুষ স্টাফ যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাডামদের পাশাপাশি পুরুষ স্টাফরা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available