ঢাকা কলেজ প্রতিনিধি: ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ঢাকা কলেজে অর্থসহ কুরআন উপহার কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, সমাজে ছাত্র সমাজের মাঝে কুরআন, হাদিস ও বই তুলে দেওয়ার পরিবর্তে বার বার অস্ত্র, মাদক তুলে দেওয়া হয়েছে।
১৩ ই মে মঙ্গলবার বেলা ৩ টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করেন এ ছাত্র সংগঠন ।এই অনুষ্ঠানে কুরআন দিবস সম্পর্কে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে কুরআন ও শিবিরের প্রকাশনা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা কলেজের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রধান আলোচক হিসাবে ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন শায়েখ জামাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাতিকম আহমেদ বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক ,ঢাকা কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ' আমরা দেখেছি যে মানুষগুলো জাহিলিয়াতের যুগে ধর্ষণ,চুরি ছিনতায়সহ বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল তারা কুরআনের ছোঁয়াতে আসার পরে নারীর দিকে তাকানোর সময়েও আল্লাহর বিধি বিধান মেনে চলত এবং সমাজের উৎকৃষ্ট মানুষে পরিণত হয় । আমরা যদি এই কুরআনের আলোকে আমাদের জীবন, পরিবার ও সমাজ পরিচালনা করে পারি তাহলেই এই সমাজে ভালো পরিবর্তন সম্ভব। '
তিনি আরও বলেন, '৫ই আগস্টের পর রাজনীতিতে একটি সু্স্থ পরিবেশ এসেছে, আসুন রাজনৈতিক আদর্শের প্রতিযোগিতা করি ছাত্রসমাজ সিদ্ধান্ত নিবে তারা কার আদর্শ গ্রহণ করব। কিন্তু আমাদেরকে যে রাজাকার ট্যাগ যেটা এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বৈরাচার হাসিনা দিয়েছিল, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা আমাদেরকে আদর্শ দিয়ে পরাজিত করতে ব্যর্থ হয়েছে তারা আগের মতো আগের ধারা রাজনীতি আবার শুরু করেছে। তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এ পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় নি হবেও না, সকল প্রকার মিথ্যা প্রোপাগান্ডা প্রকাশ পাবেই তখন এর জবাব পাবেন। '
জাহিদুল ইসলাম আরও বলেন, 'এই সমাজে ছাত্র সমাজের মাঝে কুরআন, হাদিস ও বই তুলে দেওয়ার পরিবর্তে বার বার অস্ত্র, মাদক তুলে দেওয়া হয়েছে। ৫ আগস্টের বিপ্লবের পর পরিবর্তিত রাজনীতিতে আর এসব চলতে দেওয়া হবে না। আসুন এই কুরআনের আলোয় আমরা নিজেরা আলোকিত হই এবং পরিবার পরিজনকে আলোকিত করি।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available