দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে।
১৩মে মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দৌলতখানের ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম ও নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available