• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৪:৩২:১০ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৪:৩২:১০ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবিতে গুচ্ছ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৮ ভাগ উপস্থিতি

২১ মে ২০২৩ দুপুর ০১:২০:২৫

ইবিতে গুচ্ছ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায়  ৯৮ ভাগ উপস্থিতি

ইবি প্রতিনিধি : গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

২০ মে শনিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতির হার ছিল ৯৮.৭৮ শতাংশ, কেন্দ্রে মোট পরীক্ষার্থীর ৬৮৫০ এর এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৩ জন।

পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং নিরাপত্তার জন্য সম্পূর্ণ ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়। সেই সাথে অভিভাবকদের জন্য বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা করা হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারঃ) এ এইচ আলি হাসান প্রমুখ।

ভর্তি পরীক্ষার বিষয়ে 'বি' ইউনিট পরীক্ষার সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, সকলের সহযোগিতায় আজকের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এবার 'বি' ইউনিটের ভর্তি উপস্থিতির হার ছিল ৯৮.৭৮ শতাংশ, কেন্দ্রে মোট পরীক্ষার্থীর ৬৮৫০ এর এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৩ জন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সকলের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো সমস্যা জানা যায় নি। বিশ্ববিদ্যালয় সকল অর্গান সঠিকভাবে কাজ করায় ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ মে 'সি' ইউনিট ও ৩ জুন 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া নিজস্ব পদ্ধতিতে ইবির ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জুন। এবার গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে, একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ