• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৮:২৮:৪৯ (09-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৮:২৮:৪৯ (09-Jun-2023)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

কুবি শিক্ষার্থী মামুনের সাইকেলে ২৯১ কিলোমিটারের ঈদযাত্রা

১৯শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:২১:৩২

কুবি শিক্ষার্থী মামুনের সাইকেলে ২৯১ কিলোমিটারের ঈদযাত্রা

কুবি প্রতিনিধি: ঈদের ছুটিতে বাড়ি ফিরতে সাইকেল চাইলিয়ে ২৯১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭ টা ৪৫ এর দিকে সাইকেলে যাত্রা শুরু করে ১৮ এপ্রিল মঙ্গলবার রাত তিনটার দিকে তিনি যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছেছেন।

সিওইউ সাইক্লিস্ট দলের সদস্য মামুনের দীর্ঘপথ পাড়ি দিতে  সময় লেগেছে ৩১ ঘন্টা। তিনি অতিক্রম করেছেন কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও নড়াইল জেলা।

এই বিষয়ে জানতে চাইলে মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা আমার একটা ড্রিম রাইড ছিল, আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরা। রাস্তায় একমাত্র বাঁধা ছিল অসহনীয় তাপমাত্রা। তবে যখন বাড়ি ফিরেছি এবং আমার স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে পারেছি তখন নিজের জন্য অন্যরকম ভালোলাগা কাজ করছিলো। আমার পরবর্তী ইচ্ছা হলো ক্রস কান্ট্রি রাইড দেয়া।

সিওইউ সাইক্লিস্টের প্রেসিডেন্ট নাজমুল রাহাত বলেন,সাইকেলে কোথাও গেলে আমরা চারপাশ ভালোভাবে অনুধাবন করতে পারি,নিজের ইচ্ছেমত সব জায়গায় যাত্রাবিরতি দিয়ে ঘুরে দেখতে পারি ।মামুনের এভাবে বাড়ি ফেরা আমাদের জন্য  অনুপ্রেরণাদায়ক।

উল্লেখ্য, মামুন ফেব্রুয়ারীতে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৩০০ কি.মি পাহাড়ে এবং ১০০ কি.মি সমতলে সাইকেল রাইডিং শেষ করে ক্যাম্পাসে ফিরেছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আমতলীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
৯ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০২:২৮





সিরাজুল আলম খান আর নেই
৯ই জুন ২০২৩ বিকাল ০৫:০৩:০৭







২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
৯ই জুন ২০২৩ দুপুর ১২:২৯:১১

উচ্চ রক্তচাপের লক্ষণ ও প্রতিকার
৯ই জুন ২০২৩ দুপুর ১২:০৩:০৫


ASIAN TV