টেনেটুনে ২০০ রান পার করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে সৌম্য সরকার এবং সাইফ হাসান কেউই বেশিক্ষণ টিকতে পারেনি। দলের ৮ রানের মধ্যেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। ৬ বলে ৩ রান করেন সাইফ ও সৌম্য করেন ৬ বলে ৪ রান।এরপর প্রতিরোধ গড়েছেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। পরিস্থিতি সামলে ধীরগতির ব্যাটিংয়ে এগিয়েছেন শান্ত এবং হৃদয়। ৬৩ বলে ৩২ রানের ইনিংস খেলে থামেন শান্ত। এরপর হৃদয়কে সঙ্গ দিয়েছেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। ধীরস্থির ব্যাটিংয়ে বিপদ সামলে এগিয়েছেন তারা। অর্ধশতক পেয়ে যান হৃদয়। দলের ১১৫ রানের মাথায় ৯০ বলে ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়।অঙ্কন তখনও টিকে ছিলেন। দেখেশুনে খেলে যাচ্ছিলেন অভিষেক ওয়ানডে খেলতে নামা এই ব্যাটার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মাঝে ২৭ বলে ১৭ রান করেছেন। অভিষেকে ফিফটির খুব কাছে গিয়ে থেমেছেন অঙ্কন। ৭৬ বলে ৪৬ রান করা অঙ্কনকে বোল্ড করেন রোস্টন চেইজ। এর আগে মিরাজকেও ফেরান চেইজ।শেষ দিকে ঝুলে পড়েছে বাংলাদেশের ইনিংস। তবে দলকে কিছুটা উদ্ধার করেছেন রিশাদ হোসেন। ২ ছক্কা এবং ১ চারে ১৩ বলে ২৬ রানের অসাধারণ ইনিংস খেলে বিদায় নেন রিশাদ। শেষ ওভারে তানভীর ইসলামের আরেক ছক্কায় ২০০ পার করে বাংলাদেশ। ৪৯.৩ ওভারের খেলা শেষে ২০৭ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। ৪ বলে ৯ রান করে টিকে ছিলেন তানভীর।