নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের বিখ্যাত কসমেটিক ব্র্যান্ড মিস্টিন বাংলাদেশে তার নতুন পণ্যের লঞ্চ করেছে। সম্প্রতি যমুনা ফিউচার পার্কে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের নতুন পণ্যের বিপণন শুরু করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে মিস্টিনের একনি ফেসিয়াল সিরিজের ছয়টি অভিনব ভ্যারিয়েন্ট উন্মোচন করা হয়, যা উন্নত ফর্মুলেশনের মাধ্যমে বিভিন্ন স্কিনকেয়ার চাহিদা পূরণে তৈরি করা হয়েছে।
এই লঞ্চ ইভেন্টে মিস্টিনের শীর্ষ কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন বিভাগের প্রতিনিধি এবং বাংলাদেশের খ্যাতনামা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন, যারা মিস্টিনের এই মাইলস্টোন উদযাপনে অংশ নেন। এই অনুষ্ঠানের মাধ্যমে মিস্টিন বাংলাদেশের গ্রাহকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী বিউটি সলিউশন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
থাইল্যান্ডের শীর্ষস্থানীয় কসমেটিক ব্র্যান্ড হিসেবে মিস্টিন তার অত্যাধুনিক গবেষণা, ডার্মাটোলজিক্যালি টেস্টেড পণ্য এবং সাশ্রয়ী মূল্যের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশে একনি ফেসিয়ালের লঞ্চ মিস্টিনের মিশনকে আরও শক্তিশালী করে, কার্যকর স্কিনকেয়ার সমাধানের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়ন করা।
মিস্টিনের ওভারসি বিজনেস ডিরেক্টর চালেরম্পল সুয়ানপ্রতিপ বলেন, ‘বাংলাদেশে মিস্টিনের বিশেষজ্ঞতা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের নতুন একনি ফেসিয়াল রেঞ্জ বাংলাদেশের ত্বকের ধরন অনুযায়ী বিশেষভাবে তৈরি, যা দৃশ্যমান ফলাফল নিশ্চিত করে। এই লঞ্চ দেশের সৌন্দর্য মানদণ্ড পুনর্নির্ধারণের যাত্রার শুধুমাত্র শুরু।’
অনুষ্ঠানে ২০২৫ সালের জন্য মিসটিনের একক ডিস্ট্রিবিউটর হিসাবে সুপ্রিম সাপ্লাইজের নাম ঘোষণা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available