• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১১:০০:১৭ (20-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১১:০০:১৭ (20-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীরতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

২০ মে ২০২৫ বিকাল ০৪:৪১:০০

নরসিংদীরতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর থানার বিলাসদী এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

২০ মে মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে সদর থানার বিলাসদী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম সগীর আহমেদ (২২)। সে নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

সদর থানার ওসি এমদাদ বলেন, গ্রেফতারকৃত সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, “অপরাধ দমনে আমরা সর্বদা তৎপর। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।"

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ