• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৩৬:৩০ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৩৬:৩০ (11-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

ভোমরা স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক

২২ মে ২০২৩ সকাল ০৯:১২:৩০

ভোমরা স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক

নিজস্ব প্রতিবেদক: আমদানি বন্ধ থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কোনো ভারতীয় পেঁয়াজ প্রবেশ করেনি বাংলাদেশে। তবে দেশের বাজারে সাম্প্রতিক সময়ে মূল্যবৃদ্ধির কারণে নতুন করে আমদানির খবর পাওয়া গেছে। জানা গেছে, ভোমরা স্থলবন্দরের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে পেঁয়াজবোঝাই অন্তত ৫০ টি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।

অনুমতি পাওয়ামাত্রই যে কোনো সময় পেঁয়াজের ট্রাক দেশে ঢুকবে বলে জানা গেছে।

তবে ২১ মে রোববার বিকেল পর্যন্ত পেঁয়াজ আমদানির ব্যাপারে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি বলে নিশ্চিত করেছে ভোমরা স্থলবন্দর কতৃপক্ষ।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ভারতের বাজারে বর্তমানে পেঁয়াজের দাম ১৫ থেকে ১৬ রুপি। সরকারের পক্ষ থেকে রোববার বিকেল পর্যন্ত পেঁয়াজ আমদানির ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে ওপারে ঘোজাডাঙ্গায় বেশকিছু ট্রাকে পেঁয়াজ আনা হয়েছে বলে শুনেছি। পেঁয়াজ আমদানিতে সরকারি অনুমতি পেলেও এলসিসহ অন্যান্য কার্যক্রম শেষ করতে ১০-১২ দিন সময় লাগে। অতি উৎসাহী হয়ে কেউ কেউ অগ্রিম আমদানির প্রস্তুতি নিচ্ছেন, এটি তাদের নিজেদের ব্যাপার। তবে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ ঢুকলে দাম কমতে শুরু করবে।

ভোমরা স্থল বন্দর রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ২১ মে পর্যন্ত আমাদের কাছে মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে কোনো আইপি বা নির্দেশনা আসেনি। এ সংক্রান্ত নির্দেশনা পেলেই ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ