• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৫:৩১:৫১ (16-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৫:৩১:৫১ (16-May-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

হালখাতা খেতে নানা বাড়িতে এসে নদীর স্রোতে হারিয়ে গেল রিমি

১৬ মে ২০২৫ সকাল ১১:১৯:২৬

হালখাতা খেতে নানা বাড়িতে এসে নদীর স্রোতে হারিয়ে গেল রিমি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে রিমি খাতুন নামে আট বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার পিপরুল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

সারারাতেও খোঁজ না পাওয়ায় আজ ১৬ মে শুক্রবার সকালেও চলছে উদ্ধার অভিযান।

নিখোঁজ রিমি খাতুন বাসুদেবপুর এলাকার রবিউল ইসলাম এর মেয়ে। হালখাতা উপলক্ষে রিমি বাসুদেবপুর থেকে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় বাসিন্দা মো. পাভেল শেখ, জুয়েল রানা, সজল আহম্মেদ, অশিৎ কুমার বলেন, বৃহস্পতিবার পিপরুল গ্রামের সাইফুল ইসলাম ছয়ফরের বাড়িতে হালখাতা অনুষ্ঠান চলছিল। রিমি এই হালখাতা উপলক্ষে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে অন্যদের সাথে বাড়ির পাশে বারনই নদীতে গোসলে নামে রিমি। এরপর সে স্রোতে ভেসে যায়। ঘটনার সাথে সাথে বাড়ির লোকজন খোঁজ করে না পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে ডুবুরি নামিয়ে নদীতে খোঁজ শুরু করে।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে ডুবুরি আনা হয়েছে। আমরা অনুসন্ধান চালাচ্ছি। এখনও রিমির সন্ধান পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ