রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও দুইজন।
১৪ মে বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে শঠিবাড়ি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেদওয়ান মিয়া ওরফে সিহাব (১৬) মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
এদিকে আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে মনিরুজ্জামান নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তবে, অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা সকলে ইলেকট্রিশিয়ান পেশার সাথে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী মাছ বোঝাই একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পর থেকে পিকআপ ভ্যানটির খোঁজ পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available