• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩১:০৯ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩১:০৯ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবিদ্বারে জুতা পায়ে শহীদ মিনারে প্রধান শিক্ষক, এলাকায় তোলপাড়

২১ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৪১:৫৫

দেবিদ্বারে জুতা পায়ে শহীদ মিনারে প্রধান শিক্ষক, এলাকায় তোলপাড়

মোঃ নেসার উদ্দিন, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করেছে এক স্কুলের প্রধান শিক্ষক। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার মহেশপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে দেবিদ্বার উপজেলার মহেশপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ সময় স্কুলে নির্মিত শহীদ মিনারের বেদিতে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জুতা পায়ে উঠে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। ওই দৃশ্যের একটি ছবি তুলে প্রধান শিক্ষক তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন।

জুতা পায়ে শহীদ বেদীতে ফুল দেয়ার আরও কয়েকটি ছবি স্থানীয় একাধিক ব্যক্তির ফেসবুক পেইজে আপলোড করা হয়। এরপর এলাকায় বিভিন্ন মহলে তোলপাড় শুরু হলে কিছুক্ষণ পর ওই ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেয় ওই প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। জুতা পায়ে শহীদ মিনারে উঠা ঠিক হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না।

এ ব্যাপারে মহেশপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ডালিম মিয়া বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ছবিটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামগঞ্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন
২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৩:৫৪






জবিতে আসন বাড়ল ৫০টি
২৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:০৬:২৫

রংপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
২৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৪০:৩৮