• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে শ্রাবণ ১৪৩২ দুপুর ০২:৫২:৫৫ (08-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে শ্রাবণ ১৪৩২ দুপুর ০২:৫২:৫৫ (08-Aug-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

টাঙ্গাইলে সরকারি হাসপাতাল থেকে ৫ দালাল আটক

৮ আগস্ট ২০২৫ সকাল ১০:২০:৪২

টাঙ্গাইলে সরকারি হাসপাতাল থেকে ৫ দালাল আটক

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে সরকারি হাসপাতাল চত্বর থেকে ৫ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।

আটকরা হলো- টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লা গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৫), টাঙ্গাইল সদর উপজেলার নন্দপাশা গ্রামের আজিজুল হকের ছেলে মাসুদ (২২), টাঙ্গাইল সদর উপজেলার সারটিয়া গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে আনিস মিয়া (২৬), টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০), টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি গ্রামের সোনাউল্লাহর ছেলে খোকন (২৬)।

ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, এই দালালরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেত। এরপর রোগীদের নানা পরীক্ষা-নিরীক্ষার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।

আটকের পর অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
৮ আগস্ট ২০২৫ দুপুর ০১:৫৩:৩৪