স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে আন্দোলনের মুখে বন্ধ হয়ে যাওয়া মেঘনা ও পদ্মা ডিপোর জ্বালানি তেল সরবরাহ চালু করেছে বিএনপি নেতাকর্মীরা।
৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা আন্দোলনকারীদের বুঝিয়ে ডিপো দুইটির জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম ফের চালু করা হয়। বর্তমানে ডিপো দু’টির তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এর আগে সকাল থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, গোদনাইল মেঘনা ডিপো শাখার আহ্বায়ক এস এম আসলামকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে গোদনাইল এসও রোড এলাকার মেঘনা ডিপো ও বার্মাস্ট্যান্ড এলাকার পদ্মা ডিপোর তেল সরবরাহ বন্ধ করে দিয়ে তার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় সারা দেশে জ্বালানি তেল সরবরাহ সাময়িক বন্ধ হয়ে যায়। খবরটি চারিদিকে ছড়িয়ে পরলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ তার নেতাকর্মীদের নির্দেশ দেন শ্রমিকদের সাথে কথা বলে তেল সরবরাহ স্বাভাবিক করতে। দুপুরে তার নেতাকর্মীরা শ্রমিকদের সাথে কথা বলে ফের ডিপোর কার্যক্রম স্বাভাবিক করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available