সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন ইউনিয়ন কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি আবু রায়হান।
৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের জামিয়া ইসলামিয়া রিয়াজুর জান্নাত বালিকা মাদরাসায় এক আনুষ্ঠানিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফাত হোসাইন এবং প্রচার সম্পাদক হাফেজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, ইসলামি আদর্শ ও মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনই খেলাফত মজলিসের প্রধান লক্ষ্য। এ জন্য তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামোকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে হবে। তারা নবনির্বাচিত নেতাদের সততা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
সভায় বক্তারা ইউনিয়নসহ উপজেলা ও জেলার রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা সংস্কার, সামাজিক অবক্ষয় রোধ, এবং ইসলামি আন্দোলনের ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করেন। এ সময় সংগঠনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মাওলানা আবুল কালাম ও সাধারণ সম্পাদক মুফতি আবু রায়হান দলীয় আস্থা ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা ইউনিয়নে খেলাফত মজলিসের কার্যক্রম প্রসারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available