আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ও শিল্পপাড়া এলাকায় প্রবাসীদের উদ্যোগে জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগ ও অর্থায়নে এলাকার গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ রোড সাইন স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে ২০টি গুরুত্বপূর্ণ স্পটে এসব রোড সাইন বসানো হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মসজিদ, মাদ্রাসা ও মন্দির এলাকা। এসব স্থানে রোড সাইন বসানোর মাধ্যমে পথচারী, শিক্ষার্থী ও বাইরের আগতদের দিকনির্দেশনায় সহায়তা মিলবে।
অন্যদিকে শিল্পপাড়া প্রবাসী হিউম্যান সোসাইটির ব্যবস্থাপনা ও অর্থায়নে শিল্পপাড়া এলাকার বিভিন্ন অন্ধকার ও ঝুঁকিপূর্ণ স্থানে প্রাথমিকভাবে ২৫টি স্পটে স্ট্রিট লাইট বসানো হয়েছে, যা রাত্রিকালীন চলাচলকে নিরাপদ ও সহজ করবে।
সচেতন এলাকাবাসীরা জানান, প্রবাসীদের এ ধরনের উদ্যোগ সমাজে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। স্থানীয়রা মনে করেন, প্রবাসীদের এই মানবিক ভূমিকা এলাকার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে বড় অবদান রাখছে।
তারা আরও বলেন, নিজ এলাকা নিয়ে যারা দূরে থেকেও ভাবেন, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। এই উদ্যোগগুলো শুধু আলোই নয়, সমাজে ভালো কাজের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
এলাকাবাসী প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, যেন প্রবাসীদের এই ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা ও স্বীকৃতি নিশ্চিত করা হয়, যাতে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available