• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:১৬:১১ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:১৬:১১ (20-May-2024)
  • - ৩৩° সে:

পিরোজপুরে দরিদ্র পিতৃহীন হিন্দু মেয়ের বিয়ে দিলেন মুসলিম দম্পতি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে পিতৃহীন অসহায় দরিদ্র হিন্দু মেয়ের বিয়ের আয়োজন করে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসলিম দম্পতি।১৪ মার্চ বৃহস্পতিবার রাতে পিরোজপুরে এ মানবিক বিবাহের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী শিউলি বেগম। এই দিন বাড়ির গৃহপরিচারিকা পূণ্যির একমাত্র মেয়ে মিতুকে পাত্রস্থ করেছেন ধুমধামের সাথে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই হতদরিদ্র পিতৃহীন মেয়েটির বিবাহে।  পিরোজপুর সদরের সিআই পাড়ার মানুষ এই মহতী উদ্যোগের জন্য মোহাম্মদ আলী ও শিউলি দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।একজন মুসলিম হয়েও পবিত্র রমজান মাসে বাড়ির হিন্দু গৃহপরিচারিকার মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব পালন করেন এ দম্পতি।মোহাম্মদ আলী বলেন, এমন ভালো কাজ করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। তাছাড়া আমার একার পক্ষে সম্ভব হয়নি। যারা এই মহতী কাজে আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজে এমন কাজ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।তিনি আরও বলেন, নবদম্পতি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন।