নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নালা সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থ পাঠানো আরও সহজ করতেই বাংলাদেশে নালা’র সেবা চালু হয়েছে।
নালা একটি মানি ট্রান্সফার অ্যাপ, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা অন্য দেশে অর্থ প্রেরণ করতে পারেন। নালা প্ল্যাটফর্মটি যেমন ইউজার-ফ্রেন্ডলি তেমনি সাশ্রয়ী।
এই অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় নালা সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট নিশ্চিত করে। এছাড়া, এই অ্যাপের মাধ্যমে অর্থ পাঠাতে কোনো ট্রান্সফার ফি প্রয়োজন হয় না। খুব সহজ ইন্টারফেস হওয়ায় ব্যবহারকারীরা দ্রুত তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন।
বাংলাদেশে তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে নালা স্থানীয় ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের সাথে যৌথভাবে কাজ করছে। বর্তমানে মোট ২১টি দেশে নালা অ্যাপটি চালু আছে, যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য। এই সকল দেশে থাকা প্রবাসীরা নালা’র মাধ্যমে বাংলাদেশেও এখন থেকে টাকা পাঠাতে পারবে।
নালা’র সিইও ও প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফার্নান্দেজ বলেন, বাংলাদেশে আমরা এই মাস থেকে যাত্রা শুরু করেছি। এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। এশিয়ায় আমাদের প্রথম কয়েকটি মার্কেটের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমার কাছে এটি কেবল ব্যবসা নয়, বরং এটি নিজের জায়গা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে সকল বাংলাদেশিদের অদম্য মনোভাব, পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করেছে।
প্রতিটি লেনদেন বৈধ ও সুরক্ষিত রাখতে নালা এর রেগুলেটোরি লাইসেন্স মেনে চলে। তাই ব্যবহারকারীদের তথ্য এবং লেনদেন এই অ্যাপে নিরাপদ। আইওএস ও অ্যান্ড্রয়েড, দুটি সিস্টেমেই নালা অ্যাপ ডাউনলোড করে কয়েক মিনিটের মধ্যেই অ্যাপটিতে সাইন আপ করা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available