গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের (২০২৫–২০২৭) দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেককে সভাপতি, দৈনিক নাগরিক ভাবনার শ্রীপুর প্রতিনিধি টিপু সুলতানকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার বাঙলার শ্রীপুর প্রতিনিধি হাবিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
২৮ জুলাই সোমবার সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাব ভবনে প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলফাজ উদ্দিন স্বপন এ নতুন কমিটি ঘোষণা করেন।
এর আগে দৈনিক মানবজমিন প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক আকন্দের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি সকল সদস্যের মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদের জন্য ৩৯ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available