• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১৯:১০ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১৯:১০ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অষ্টম শ্রেণির ছাত্রীর বিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

২৪ জুলাই ২০২৫ সকাল ১০:২০:৫৬

অষ্টম শ্রেণির ছাত্রীর বিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ৮ম শ্রেণি পড়ুয়া সুরাইয়া আক্তার নামে এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট। পাশাপাশি বাল্যবিবাহের আয়োজন করায় কনের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ঘটনাটি ঘটেছে ২৩ জুলাই বুধবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের উরকুটি গ্রামে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা এই বিবাহ বন্ধ করেন।

জানা যায়, উরকুটি গ্রামের প্রবাসী কামাল হোসেনের ১৪ বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তারকে পার্শ্ববর্তী বায়রা গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ দেয়া হচ্ছিল। এ উপলক্ষে বুধবার কনের পিত্রালয়ে জাঁকজমাটভাবে চলছিল বিবাহ অনুষ্ঠান। এরইমধ্যে বিয়ে বাড়িতে হাজির এসিল্যান্ড ও মহিলা বিষয়ক কর্মকর্তা। এরপর তারা নিয়ম অনুযায়ী জন্ম সনদ ও স্কুলের কাগজপত্র যাচাই করে কনের বয়স ১৪ বছর হওয়ায় বাল্যবিবাহ বন্ধ করে দেন। বিবাহ দেবেনা বলে তাদের থেকে একটি মুচলেকাও নেন। এসময় নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা বলেন, মেয়ের বিবাহের বয়স পূর্ণ না হওয়ায় বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং জরিমানা আদায় করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উত্তরায় বিওয়াইডি’র শাখা উদ্বোধন
২ আগস্ট ২০২৫ রাত ১১:৩৯:১০






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১