অষ্টম শ্রেণির ছাত্রীর বিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ৮ম শ্রেণি পড়ুয়া সুরাইয়া আক্তার নামে এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট। পাশাপাশি বাল্যবিবাহের আয়োজন করায় কনের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।ঘটনাটি ঘটেছে ২৩ জুলাই বুধবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের উরকুটি গ্রামে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা এই বিবাহ বন্ধ করেন।জানা যায়, উরকুটি গ্রামের প্রবাসী কামাল হোসেনের ১৪ বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তারকে পার্শ্ববর্তী বায়রা গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ দেয়া হচ্ছিল। এ উপলক্ষে বুধবার কনের পিত্রালয়ে জাঁকজমাটভাবে চলছিল বিবাহ অনুষ্ঠান। এরইমধ্যে বিয়ে বাড়িতে হাজির এসিল্যান্ড ও মহিলা বিষয়ক কর্মকর্তা। এরপর তারা নিয়ম অনুযায়ী জন্ম সনদ ও স্কুলের কাগজপত্র যাচাই করে কনের বয়স ১৪ বছর হওয়ায় বাল্যবিবাহ বন্ধ করে দেন। বিবাহ দেবেনা বলে তাদের থেকে একটি মুচলেকাও নেন। এসময় নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা বলেন, মেয়ের বিবাহের বয়স পূর্ণ না হওয়ায় বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং জরিমানা আদায় করা হয়েছে।