নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বিশ্বখ্যাত এসইউবি বিওয়াইডি’র শাখা শুভ উদ্বোধন হয়েছে। ২ আগস্ট শনিবার দুপুরে ১৫নং সেক্টরের নুর অটোস শোরুমে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।
শাখাটি উদ্বোধন করেন এনাম গ্রুপের এমডি এনামুল হক, তার স্ত্রী শেরেফা খাতুন, তার দুই ছেলে সানজিদ শাহনুর ও সাদিদ শাহনূর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান, রাজনীতিবিদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ব্যবসায়ী ও রাজনীতিবিদ এম কফিলউদ্দিন, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা সালাউদ্দিন চৌধুরী, নারী উদ্যোক্তা মিশা চৌধুরীসহ চায়না থেকে আগত উদ্যোক্তাগণ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় শাখাটির পরিচালকবৃন্দ গাড়িগুলির ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, পরিবেশবান্ধব শতভাগ বিদ্যুত দ্বারা পরিচালিত গাড়ীগুলো অত্যন্ত সাশ্রয়ী। গাড়িগুলো সুন্দর ও সাশ্রয়ী।
আফটার সেলস সার্ভিস ও গ্রাহকদেরকে সব ধরনের সেবা প্রদানের প্রতিজ্ঞা করেন তারা।
এনাম গ্রুপের এমডি ও এক্সপো এক্সেসরিজের ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক বলেন, ‘একটি বিশ্বমানের ইভি ব্র্যান্ড আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া একটি সাহসী পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, আমাদের গ্রাহকরা এই পরিবর্তনকে স্বাগত জানাবেন। এটি কেবল যাত্রার পদ্ধতিই নয়, জীবনধারাও পাল্টে দেবে। এটি একটি সবুজ এবং স্বাস্থ্যকর ঢাকার সূচনা করবে।’
নুর অটোসের সিইও সানজিদ শাহনুর তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বিওয়াইডি ইভি মার্কেটের গ্লোবাল লিডার এবং এই প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে আসা গর্বের বিষয়। আমি সবাইকে আমাদের শোরুমে আমন্ত্রণ জানাচ্ছি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা নিজের চোখে দেখার সুযোগ নিতে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available