আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমাবর্ষণের মুখে ফিলিস্তিনিরা খাদ্যের জন্য মরিয়া সংগ্রাম করছেন। প্রতিনিয়ত চলমান এই সংঘাত উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে, যেখানে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র অভাব দেখা দিয়েছে। ২ আগস্ট শনিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৭ জনই ত্রাণপ্রার্থী ছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ গণ্টায় গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে শিশুসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে, অনাহারে মৃতের সংখ্যা এখন ১৬৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৩ জনই শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের চলমান যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৬০ হাজার ৪৩০ জন নিহত ও এক লাখ ৪৮ হাজার ৭২২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।
গাজা উপত্যকায় ইৎসরায়েলি হামলায় অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে।
গাজার পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান জানালেও তা পর্যাপ্ত হচ্ছে না। বিশেষ করে উত্তর গাজায় খাদ্য ও পানির অভাব চরম আকার ধারণ করেছে, যেখানে শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available